অভিনেত্রী ও মডেল সারিকা সাবাহ সম্প্রতি অভিনয়ে আবার নিয়মিত হয়েছেন। একসময় তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের আলোচিত ধারাবাহিক 'ফ্যামিলি ক্রাইসিস'-এর 'ঝুমুর' চরিত্রে অভিনয় করে। এরপর একের পর এক নাটক ও ওয়েব সিরিজে কাজ করতে শুরু করেন। কিন্তু কাজের ব্যস্ততা যখন তুঙ্গে, ঠিক তখনই হঠাৎ অভিনয় থেকে বিরতি নেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
কাজের শুরুতে যা ভাবতেন
সারিকা জানান, বিনোদন জগতে তার যাত্রা শুরু হয়েছিল একটি বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেন। 'ফ্যামিলি ক্রাইসিস' নাটকে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে প্রথম দিকে এই ইন্ডাস্ট্রির কিছুই বুঝতেন না বলে তিনি জানান। নিজের মতো করেই সবার সঙ্গে যোগাযোগ করতেন এবং অডিশনের মাধ্যমে কাজের সুযোগ পেতেন।
হঠাৎ বিরতির কারণ
অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণও খোলাখুলিভাবে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, নিয়মিত কাজ করার ফলে তার ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা রাখা কঠিন হয়ে যাচ্ছিল। ঘুম, খাওয়াদাওয়াসহ সব কিছুতেই অনিয়ম দেখা দেয়। মূলত নিজের শারীরিক ফিটনেস ঠিক করতেই তিনি কাজ থেকে বিরতি নেন। সে সময় তার ওজন বেড়ে গিয়েছিল, যা ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছিল।
তবে বিরতির সময়েও তিনি একটি বিশেষ কাজ করেছিলেন। সৈয়দ আহমেদ শাওকীর 'গুলমোহর' সিরিজে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি নিয়ম মেনেই কাজটি করেন। কারণ তিনি জানতেন এমন ভালো গল্পের সুযোগ বারবার আসে না। সারিকা এখন চেষ্টা করছেন নিয়ম মেনে কাজ করতে এবং নিজেকে ফিট রাখতে।
বর্তমানে নাটক, বিজ্ঞাপন এবং ওটিটি প্ল্যাটফর্মে সারিকা সাবাহ সমানতালে কাজ করছেন। সব মিলিয়ে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।