আজ, ২৩ আগস্ট, জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। দীর্ঘ সাড়ে চার দশকের সংগীত জীবনে তিনি 'ব্ল্যাক ডায়মন্ড' হিসেবে পরিচিতি লাভ করেছেন। অসংখ্য জনপ্রিয় গান, অর্ধশতাধিক একক এবং অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে 'মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে', 'আমার একটা মানুষ আছে', 'ওই রংধনু থেকে', 'এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল' এবং 'কাল সারা রাত ছিল স্বপনেরও রাত'। তিনি মঞ্চেও সমানভাবে জনপ্রিয়।

বেবী নাজনীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত।