চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করলেও তার নামে অসংখ্য ভুয়া আইডি ও ফ্যান গ্রুপ সক্রিয় রয়েছে। সম্প্রতি এই অ্যাকাউন্টগুলো থেকে বিভিন্ন ভুল তথ্য ও সংবাদ ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে, গায়িকা আঁখি আলমগীর। তিনি এসব কর্মকাণ্ড বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে আঁখির কড়া বার্তা
আঁখি আলমগীর তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, "এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন তবে তার নামে ফ্যান পেইজ চালাবেন না, দয়া করে।"
তিনি আরও বলেন, আলমগীরের নাম ও ছবি ব্যবহার করে অন্য শিল্পীদের খবর দেওয়ার সময় সঠিক তথ্য যাচাই করে নেওয়া উচিত। এমনটা না করলে সকলের সম্মানহানি হয় এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আঁখি পরামর্শ দেন, যদি সব শিল্পীর খবর দিতেই হয়, তবে অবিলম্বে পেইজের নাম পরিবর্তন করা উচিত।
দায়বদ্ধতার প্রশ্ন তুললেন আঁখি
আঁখি জানান, অনেক শিল্পী তাদের ফ্যান পেজের অ্যাডমিনদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখলেও, তার বাবার ক্ষেত্রে এমনটা হয় না। তিনি বলেন, "সত্যিকারের ফ্যান হলে আপনাদের দায়বদ্ধতা আছে তো, না কি?" এই মন্তব্যের মাধ্যমে তিনি সেইসব ফ্যান পেজ পরিচালনাকারীদের দায়িত্বশীল আচরণের কথা মনে করিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, 'নায়ক আলমগীর ফ্যানস ক্লাব' নামে একটি ফেসবুক পেজের সাড়ে ছয় লাখের বেশি অনুসারী থাকলেও, আঁখি স্পষ্ট করে জানিয়েছেন যে এর সঙ্গে তার বাবার কোনো সম্পর্ক নেই।