বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ফের তার অদ্ভুত প্রশ্ন দিয়ে আলোচনার জন্ম দিলেন। ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার আলোচিত ‘আম কাণ্ড’-এর পর এবার সামনে এল নতুন বিতর্ক ‘কমলালেবু কাণ্ড’। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে কমলালেবু নিয়ে অক্ষয়ের করা সরল প্রশ্ন এখন ভাইরাল।
কমলালেবু নিয়ে প্রশ্ন
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার একটি জনাকীর্ণ আলোচনা সভায় অক্ষয় কুমার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছিলেন। এটি ছিল তার জীবনে দ্বিতীয় কারও নেওয়া সাক্ষাৎকার। পুরোনো প্রসঙ্গে ফিরে এসে অক্ষয় বলেন, তিনি প্রধানমন্ত্রীকে আম খাওয়া নিয়ে প্রশ্ন করায় সবাই তাকে নিয়ে মশকরা করেছিল, কিন্তু তিনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না।
এর পরই অক্ষয় সরাসরি নাগপুরের মানুষ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে প্রশ্ন করেন, “আপনার কমলালেবু খেতে কেমন লাগে?”
মুখ্যমন্ত্রীর গোপন কৌশল
অক্ষয়ের এমন প্রশ্নে মুখ্যমন্ত্রী হেসে ওঠেন। তিনি জানান, তিনি কমলালেবু খুবই ভালোবাসেন এবং প্রতিদিন একাধিক লেবু খান। এর সঙ্গে তিনি একটি গোপন কৌশলও ফাঁস করেন। মুখ্যমন্ত্রী জানান, তিনি কমলালেবু মাঝখান থেকে অর্ধেক করে কেটে তার ওপর নুন ছিটিয়ে একেবারে আমের মতো করে খান।
মুখ্যমন্ত্রীর এই নতুন ধরনের খাওয়ার পদ্ধতি শুনে অক্ষয় কুমারও অবাক হয়ে বলেন, “ঠিক আছে, এবার আমিও এভাবে খাওয়ার চেষ্টা করব। আজ একটা নতুন জিনিস শিখলাম।”
উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অক্ষয় তার ঘুম এবং আম খাওয়ার মতো ব্যক্তিগত প্রশ্ন করেছিলেন, যা সেসময় রীতিমতো ভাইরাল হয়েছিল। এবার কমলালেবু নিয়ে প্রশ্ন তুলে তিনি যেন নিজেই নিজের পুরোনো বিতর্কিত প্রশ্নের পুনরাবৃত্তি করলেন।