সোশ্যাল মিডিয়ায় এখন প্রশংসা আর মিমের জোয়ার সবটাই অক্ষয় খান্নার ‘ধুরন্ধর’-এ রেহমান ডাকাত হয়ে ওঠা ঘিরে। ছবির সাফল্যে যেখানে অন্য অভিনেতারা প্রকাশ্যে কৃতজ্ঞতা জানাচ্ছেন, সেখানে অক্ষয় খান্না পুরোপুরি নীরব। কেন এই নীরবতা? অবশেষে মুখ খুললেন ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
মিস মালিনির সঙ্গে কথোপকথনে মুকেশ ছাবড়া জানিয়েছেন, ‘ধুরন্ধর’-এর সাফল্য অক্ষয়কে মোটেও বিচলিত করেনি। তাঁর ভাষায়, অক্ষয় এমন একজন অভিনেতা, যার অভিনয়ে আলাদা স্বর আছে। কখনো মনে হয় না তিনি কাউকে অনুকরণ করছেন। প্রতিটি চরিত্রে তিনি নিজের কিছু যোগ করেন, আর সেটা এতটাই বিশ্বাসযোগ্য হয় যে দর্শক না চাইলেও টেনে নেয়।
মুকেশ আরও বলেন, ছবির সাফল্যের পর তিনি অক্ষয়ের সঙ্গে কথা বলেছেন। “আজ সকালে কথা হচ্ছিল। ও বিষয়টা নিয়ে একদমই মাথা ঘামাচ্ছে না। শুধু বলল, ‘হ্যাঁ, মজা হয়েছে।’ ও জানে নিজের কাজে সে কতটা মন ঢালে। শুটিং সেটে ওকে দেখলে বোঝা যায় নিজের জগতে থাকে, নিজের অরা খুব যত্নে আগলে রাখে, দৃশ্য বারবার পড়ে, পুরো প্রস্তুতি নিয়ে আসে। আমার মনে হয়, সেই প্রক্রিয়ার জাদুটাই শেষ পর্যন্ত পর্দায় ধরা পড়ে।”
‘ধুরন্ধর’-এ গ্যাংস্টার রেহমান ডাকাত চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে। অনেক দর্শকের মতে, তিনি ছবির নায়ক রণবীর সিংকেও ছাপিয়ে গেছেন। বিশেষ করে ‘Fa9la’ গানে তাঁর এন্ট্রি দৃশ্য আর ছোট্ট নাচের অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এত প্রশংসা আর সাফল্যের মাঝেও অক্ষয় খান্না নিজেকে আড়ালেই রেখেছেন। আপাতত তিনি আলিবাগে নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন। সম্প্রতি সেখানে তিনি একটি বাস্তুশান্তি হোমও সম্পন্ন করেছেন।
এদিকে আদিত্য ধর পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার বক্স অফিসেও দাপট দেখাচ্ছে। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে ‘ধুরন্ধর’। যেকোনো ভারতীয় ছবির মধ্যে এটি দ্বিতীয় সপ্তাহান্তে সর্বোচ্চ আয়ের তালিকায় উঠে এসেছে। মাত্র ১২ দিনে ছবিটি ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবিতে পরিণত হয়েছে, পেছনে ফেলেছে ‘সাইয়ারা’, ‘কুলি’ ও ‘ওয়ার ২’-কে। বর্তমানে বিশ্বজুড়ে ছবিটির আয় ₹৬৩৪ কোটি। এখনও এগিয়ে রয়েছে শুধু ভিকি কৌশলের ‘ছাভা’ এবং ঋষভ শেট্টির ‘কান্তারা: চ্যাপ্টার ১’।