তরুণ নির্মাতা অনন্য প্রতীক চৌধুরী তার পরিচালিত প্রথম ছবিটির পোস্টার শেয়ার করে লিখেছেন, "দুনিয়ায় সব মানুষই কারও না কারও কাছে হাত পাতে। কেউ পাঁচ টাকার জন্যে, আর কেউ কোটি টাকার জন্য।" এই রহস্যময় ক্যাপশন এবং পোস্টারটি গল্পের গভীরতা সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে।
আইস্ক্রিনের ফেসবুক পেজে জানানো হয়েছে, এই ছবিতে নাসির উদ্দিন খানের চরিত্রটি একটি রহস্যের জাল উন্মোচন করবে। পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও চিত্রনাট্যও করেছেন অনন্য প্রতীক।
উল্লেখ্য, অনন্য প্রতীক চৌধুরী জনপ্রিয় নির্মাতা অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর সন্তান। ছেলের প্রথম নির্মাণ নিয়ে তার বাবা-মা উভয়েই তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শুভকামনা জানিয়েছেন।