বিশ্বজুড়ে জনপ্রিয় ডেনিম ব্র্যান্ড লেভিস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে চুক্তিবদ্ধ করেছে। ফ্যাশন জগতে ওভারসাইজড এবং ওয়াইড-লেগড ডেনিমের জনপ্রিয়তার এই সময়ে লেভিসের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

নতুন এই দায়িত্ব নিয়ে আলিয়া ভাট বলেন, "আমার কাছে একটি জিন্স কখনোই শুধু জিন্স নয়; এটি এমন কিছু, যা নিজের মতো করে বাঁচা যায়। ডেনিম আসলে নিজেকে উদযাপনের একটি মাধ্যম, যা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের যুক্ত করে।"

আলিয়া বর্তমানে তার আসন্ন সিনেমা সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' এবং শিভ রাওয়াইল পরিচালিত 'আলফা' ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা প্রতিষ্ঠান 'ইটারনাল সানশাইন প্রোডাকশন' এবং শিশুতোষ পোশাকের ব্র্যান্ড 'ইড-এ-মাম্মা'-এর মাধ্যমেও তার প্রভাব বিস্তার করেছেন। আন্তর্জাতিক রেড কার্পেটে তার নিয়মিত উপস্থিতি তাকে ফ্যাশন আইকন হিসেবে প্রতিষ্ঠা করেছে।

লেভি স্ট্রস অ্যান্ড কো-এর দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ব্যবস্থাপনা পরিচালক হিরেন গোর বলেন, "আলিয়া ভাট শুধু চলচ্চিত্র নয়, ফ্যাশন ও সংস্কৃতি নিয়েও আলোচনার ধারা তৈরি করেন। তার উপস্থিতি লেভিসকে নারীদের ডেনিমে আরও শক্তিশালী করবে।"