বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সম্প্রতি মুম্বাইতে তাঁর দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন, যা আবারও তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বচ্চন পরিবারের সদস্যদের ঘিরে নানান গুঞ্জন (যেমন ঐশ্বরিয়া-জয়ার সম্পর্ক নিয়ে জল্পনা) এবং বাড়িতে হুমকি ফোনের খবরের মধ্যেই অভিনেতার এই সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত অনেকের মনেই কৌতূহল সৃষ্টি করেছে। এই বিক্রির পেছনে হঠাৎ কী কারণ থাকতে পারে, তা নিয়ে চলছে জল্পনা।
সিআরই মেট্রিক্স থেকে প্রাপ্ত সম্পত্তি নথি অনুযায়ী, অমিতাভ বচ্চন মুম্বাইয়ের গোরেগাঁও ইস্টের 'ওবেরয় এক্সকুইজিট' (Oberoi Exquisite) ভবনের ৪৭ তলায় অবস্থিত দুটি সংলগ্ন ফ্ল্যাট প্রায় ১২ কোটি রুপিতে বিক্রি করেছেন। ফ্ল্যাট দুটি ২০১২ সালে তিনি ৮.১২ কোটি রুপিতে কিনেছিলেন। অর্থাৎ, এই লেনদেনের মাধ্যমে তিনি তাঁর ১৩ বছরের বিনিয়োগের ওপর আনুমানিক ৪৭ শতাংশ লাভ করেছেন।
বিক্রিত ফ্ল্যাট দুটির মধ্যে একটি ফ্ল্যাট ১,৮২০ বর্গফুট আয়তনের এবং এটি ৬ কোটি রুপিতে আশা ঈশ্বর শুক্লার কাছে বিক্রি করা হয়েছে। এই লেনদেনে ৩০ লক্ষ রুপির স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপির রেজিস্ট্রেশন ফি অন্তর্ভুক্ত ছিল। ফ্ল্যাটটির আনুষ্ঠানিক নিবন্ধন সম্পন্ন হয় ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে। উল্লেখ্য, গত ১১ অক্টোবর ৮৩ বছর বয়সে পা দেওয়া অমিতাভ বচ্চন তাঁর জন্মদিনে নিজেই নিজেকে একটি বড় আকারের জমি উপহার দিয়েছিলেন।