বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও সম্প্রতি তার অভিনয় জীবন এবং ব্যক্তিগত জীবনের কঠিন সময় নিয়ে খোলামেলা কথা বলেছেন। ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের শর্ত তার বলিউড ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়।
‘ম্যায় হু না’ এবং ‘বিবাহ’ ছবির সাফল্যের পর অমৃতাকে বড় বাজেটের সিনেমার প্রস্তাব দেওয়া হত, কিন্তু তার ভাষায়, “সব কটিতে কোনো না কোনো শর্ত থাকত। যেমন কিসিং সিন কিংবা অন্তরঙ্গ দৃশ্য। আমি ভাবতাম, কেন আমার কাছে শুধু এ ধরনের শর্তযুক্ত প্রস্তাবই আসে?”
এই অস্বস্তির কারণে তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রির পার্টি, অ্যাওয়ার্ড শো ও সামাজিক আড্ডা থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। শুধুমাত্র শুটিং করতেন এবং সরাসরি বাড়ি ফিরতেন, যার ফলে তিনি একাকীত্বে ভুগতে শুরু করেন।
জীবনের সেই কঠিন সময়ে তিনি রেডিও জকি আনমোল-এর সঙ্গে পরিচিত হন। দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর ২০১৬ সালে তারা বিয়ে করেন। ২০২০ সালে তাদের ছেলে বীরের জন্ম হয়।
দীর্ঘ বিরতির পর অমৃতা সম্প্রতি ‘জলি এলএলবি ৩’-এর মাধ্যমে পর্দায় ফিরেছেন। এতে তিনি আর্শাদ ওয়ারসির বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাটি দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে এবং তার ভক্তরাও তাকে আবারও পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।