দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফেরার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিষেক ঘটাতে যাচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয়ের মাধ্যমে তিনি এই নতুন মাধ্যমে পা রাখছেন। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং নির্মাতা জানিয়েছেন যে অপুকে নিয়ে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী ও চমকপ্রদ গল্প দর্শকদের উপহার দিতে যাচ্ছেন তাঁরা।
‘শিকার’ সিনেমার একটি বড় অংশের দৃশ্যধারণ করা হবে নেপালের মনোরম পরিবেশে। আগামী মার্চ মাসে পুরো শুটিং টিম নিয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক রোমান। এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। এছাড়া আরও অভিনয় করবেন রাশেদ মামুন অপু ও বড়দা মিঠুর মতো পরিচিত মুখেরা। আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই প্রজেক্টটি নিয়ে অপু নিজেও বেশ আশাবাদী।
ওয়েব ফিল্মের পাশাপাশি বর্তমানে আরও দুটি সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। এর মধ্যে রয়েছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’। নিজের কামব্যাক লুক এবং একের পর এক নতুন কাজ নিয়ে তিনি যেভাবে সরব হয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে সামনের দিনগুলোতে বড় পর্দা এবং ওটিটি উভয় মাধ্যমেই তাঁর রাজত্ব পুনরায় শুরু হতে যাচ্ছে।