অভিনেত্রী আজমেরী হক বাঁধন তাঁর দীর্ঘ ১৯ বছরের অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে কাজ করেছেন। বাংলাদেশের পাশাপাশি তিনি দেশের বাইরেও কাজ করেছেন। তাঁর জীবনের সবচেয়ে আলোচিত ও প্রশংসিত কাজ হলো আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত 'রেহানা মরিয়ম নূর'। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর তিনি ভারতীয় পরিচালকদের সাথেও কাজ করার সুযোগ পান, যার মধ্যে ছিল সৃজিত মুখার্জি পরিচালিত সিরিজ এবং বিশাল ভরদ্বাজ পরিচালিত চলচ্চিত্র। তবে এই দুই ভিন্ন কাজের অভিজ্ঞতা তাঁর কাছে ছিল সম্পূর্ণ বিপরীত।

বাঁধন জানান যে, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখার্জির পরিচালিত সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'-তে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে মোটেও সুখকর ছিল না। যদিও মুসকান জুবেরি চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল, কিন্তু শুটিংয়ের সময় পুরো প্রোডাকশন টিম তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে। তিনি বলেন, “কলকাতায় আমাকে ভালোভাবে ট্রিট করা হয়নি। পরে ওরা অবশ্য দুঃখ প্রকাশ করে সরি বলেছে।” সৃজিতের প্রসঙ্গে তিনি বলেন, “এটা যেহেতু সৃজিতের ইউনিট, দায় তারও।” তবে বাঁধন জানান যে, যখন তিনি সৃজিতকে পুরো ব্যাপারগুলো জানান, তখন সে পদক্ষেপ নেয়।

অন্যদিকে, বিশাল ভরদ্বাজ পরিচালিত 'খুফিয়া' ছবিতে কাজ করার অভিজ্ঞতা বাঁধনের কাছে ছিল অসাধারণ। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তিনি তাবু এবং আলী ফজল-এর মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। বাঁধন বলেন, “যদি তুলনা করি, কলকাতায় অভিজ্ঞতা খুব বাজে আর মুম্বাইয়েরটা দুর্দান্ত ভালো। টিমের সবাই ভীষণ আন্তরিক ছিল। বিশাল ভরদ্বাজের টিমকে বলে দেওয়া হয়েছিল যে আমি ওদের দেশের অতিথি এবং আমার সঙ্গে যেন সেভাবেই ব্যবহার করা হয়।” তিনি বলেন, “ওরা আমাকে মাথায় তুলে রেখেছে। অনেক আদর করেছে। এটা আমি কখনো ভুলব না আসলে।” বাঁধনকে সর্বশেষ 'এশা মার্ডার: কর্মফল' ছবিতে দেখা গেছে।