বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল ভারতীয় পরিচয়পত্র—ভোটার আইডি, আধার ও রেশন কার্ড—অবৈধভাবে সংগ্রহের অভিযোগে সম্প্রতি কলকাতায় গ্রেপ্তার হন। ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে পুলিশ। এরপর থেকেই শান্তাকে ঘিরে নানা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, যারা শান্তার জবানবন্দিতে অসঙ্গতি খুঁজে পেয়েছে বলে জানিয়েছে।

এই গ্রেপ্তার ঘিরে পুরোনো এক অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। শান্তা পাল অভিযোগ করেছিলেন, পরিচালক রাজীব কুমার বিশ্বাস তাকে হোটেলে দেখা করতে বলেছিলেন এবং কু-প্রস্তাব দিয়েছিলেন। এই অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন টলিউড নির্মাতা ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রাজীব।

পরিচালকের প্রতিক্রিয়া

আনন্দবাজার ডটকমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় রাজীব জানান, “আমি এই নামের একজন মহিলার অভিযোগের কথা শুনেছি। বলা হচ্ছে আমি নাকি তাকে হোটেলে ডেকেছি। কিন্তু আমি এই মানুষটিকে চিনি না। কারণ আমি তো ২০২২ সালে প্রথম বাংলাদেশে গিয়ে কাজ শুরু করি। অথচ তার অভিযোগ, ২০১৯ সালে আমি তাকে সিনেমায় সুযোগ দেওয়ার কথা বলেছি।”

তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে বহু ভুয়া প্রোফাইল চালু রয়েছে, যেগুলোর কারণে এর আগেও তিনি নানা সমস্যার মুখে পড়েছেন। “এই ভুয়ো অ্যাকাউন্টগুলো থেকে অনেকে প্রতারণার শিকার হন এবং ভেবে বসেন, তারা আমার সঙ্গে কথা বলছেন,”—বলেন রাজীব।

চলচ্চিত্র নির্মাণ ও ভবিষ্যৎ পরিকল্পনা

বর্তমানে বাংলাদেশে কয়েকটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন রাজীব। একইসঙ্গে কলকাতাতেও আবার পুরোনো ধাঁচের বাণিজ্যিক ছবি তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

তবে শান্তা পালের গ্রেপ্তার ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে যে নাম উঠে এসেছে রাজীব কুমার বিশ্বাসের, তা নিয়ে বেশ বিব্রত পরিচালক নিজে।