জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎ করেই পুরো টিম নিয়ে কক্সবাজারে হাজির হন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও রিলস প্রকাশিত হতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন কাবিলা, পাশা, হাবু, নেহাল, জাকিররা কি এবার সমুদ্রতীরে গল্প জমাতে এসেছেন? অনেকে আবার ধরে নিয়েছেন, এটি হয়তো নতুন সিজনের বিশেষ কোনো পর্ব।
তবে নাটকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানিয়েছেন, আসলে এটি ‘ব্যাচেলর ভাইব’ নামে তিন দিনের একটি বিশেষ কনটেন্টের শুটিং। তার ভাষায়, “অপ্পো এ সিক্স প্রো ফোন ব্যবহার করে এই কনটেন্ট ধারণ করা হয়েছে। এতে থাকছে একজন নতুন ফিমেল কাস্টও।” আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কনটেন্টটি বুম ফিল্মস ইউটিউব চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।
এদিকে বর্তমানে প্রচারিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। দর্শকরা এটি উপভোগ করছেন চ্যানেল আই, বুম ফিল্মস ইউটিউব ও বঙ্গ অ্যাপে। ইতোমধ্যে ৩০টির বেশি এপিসোড রিলিজ হয়েছে, যা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
নতুন সিজনে আবারও ফিরেছেন জনপ্রিয় চরিত্র ‘জেন্টেলম্যান’ নেহাল ওরফে তৌসিফ মাহবুব। পাশাপাশি আছেন শামীমা নাজনীন, ইশতিয়াক আহমেদ রুমেলসহ আরও অনেক পরিচিত মুখ। নির্মাতা অমি ইঙ্গিত দিয়েছেন, সামনে আরও কিছু চমক অপেক্ষা করছে। এমনকি দর্শকরা হয়তো আবারও দেখতে পাবেন সিরিয়ালের বহুল আলোচিত চরিত্র রোকেয়াকেও!