ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। সোমবার দিবাগত রাতে ভারতী তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
ছবিতে ভারতী বেবি বাম্প নিয়ে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে স্বামী হার্ষ লিম্বাচিয়া-এর স্নেহমাখা আলিঙ্গনে ধরা দিয়েছেন। এই হৃদয়ছোঁয়া পোস্টটি দেখে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বলিউডের সহকর্মীরাও তাদের শুভেচ্ছায় ভাসিয়েছেন।
অভিনেত্রী শিল্পা শেঠি, পরিচালক ফারাহ খান, অভিনেত্রী কাশ্মীরা শাহ এবং নিয়া শর্মা-সহ আরও অনেকে মন্তব্য করে এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
ভারতী সিং ও লেখক হার্ষ লিম্বাচিয়া ২০১৭ সালের ৩ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের ৩ এপ্রিল তাদের প্রথম সন্তান, এক পুত্রসন্তান-এর জন্ম হয়।
ভারতী এর আগে তার প্রথমবার গর্ভধারণের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছিলেন, বেশি ওজনের কারণে তিনি আড়াই মাস পার হওয়ার পর বুঝতে পেরেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা।
২০২৩ সালে অভিনেত্রী কারিনা কাপুরের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ রেডিও শো-তে এসে ভারতী মজা করে বলেছিলেন যে তিনি তার স্বামীর চেয়ে খাবার থেকে ১৫ দিন দূরে থাকতে পারবেন না। এসব কথা বলার পরই তিনি জানিয়েছিলেন, “আমি আবার মা হতে চাই। কারণ আমি এটা খুব উপভোগ করছি।” অবশেষে ভারতীর সেই ইচ্ছা পূর্ণ হতে চলেছে। তবে কবে নাগাদ তিনি দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন, সে বিষয়ে তিনি এখনও কিছু জানাননি।