অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে বড় পর্দা, দুই জায়গাতেই নিজের উপস্থিতি আর অভিনয়ের গুণে দর্শকের মন কেড়েছেন। টিভি নাটক নট আউট দিয়ে যার শুরু, পরে ভয়ংকর সুন্দর তাকে সিনেমায় পরিচিত মুখ বানায়। পর্দার বাইরে তিনি সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত নিজের মতামত তুলে ধরেন।

সেই ধারাবাহিকতায় তাঁর সাম্প্রতিক এক পোস্ট নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়েছে। সেখানে তিনি সরাসরি কারও নাম না বললেও কথা বলেছেন এক প্রতারক পুরুষ, বিশ্বাসঘাতকতা আর সম্পর্ক ভেঙে পড়ার অভিজ্ঞতা ঘিরে।

পোস্টে তিনি লিখেছেন, একজন প্রতারক পুরুষ তার কাজ আড়াল করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায় আর তা ঘটে সেই নারীকে রক্ষা করার জন্য, যাকে কষ্ট দেওয়া হচ্ছে। কারণ ঈশ্বর এমন অনেক কিছু দেখেন, যা মানুষ নিজে বুঝতে পারে না।

তিনি আরও উল্লেখ করেন, অনুপস্থিতিতে বলা মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিশ্রুতি, আর সেই সব মুহূর্ত যখন নারী কেঁদে গেছে আর পুরুষ ভান করেছে সব ঠিক আছে এসব একসময় আলোর মুখ দেখবেই।

ভাবনার ভাষায়, কেউ যতই চালাক হোক, লুকোনো সত্য স্থায়ীভাবে চাপা পড়ে না। সত্য উন্মোচিত হয় তাকে ধ্বংস করতে নয়, বরং সেই নারীকে যন্ত্রণার জীবন থেকে মুক্ত করতে।

শেষে তিনি লিখেছেন, বিশ্বাসঘাতকতা হয় আড়ালে, কিন্তু সত্য প্রকাশ আসলে সুরক্ষা। আর যখন ওই পর্দা সরে যায়, তা শাস্তি নয় মুক্তি। আর এখন তিনি বলতে পারেন, আলহামদুলিল্লাহ।