জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বর্তমানে ছোট পর্দা থেকে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যারিয়ার নিয়ে।

ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার বিষয়ে তিনি সতর্ক। মেহজাবীন বলেন, “আমি বেশি বেশি কথা বলব, অনেক কিছু বলব, এটা করব, সেটা করব—এসব সব পরিকল্পনা এবং ফিউচার। কিন্তু আজ এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি। আমরা জানি না আসলে কী হবে। তাই দীর্ঘ বা দূরের চিন্তাভাবনা করা আমার কাছে অনেক ভয়ঙ্কর, এবং করতে চাইও না।”

অভিনেত্রী বিশ্বাস করেন, একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার কাজের মাধ্যমে প্রকাশিত হয়। তিনি বলেন, “আমি কতটা ভালো করেছি বা করতে পারিনি—এসব আলাদা আলোচনা। কিন্তু আমার কাজই আমার কথা বলুক।”

তবে বড় পর্দায় কাজ করার আগ্রহ তার প্রবল। মেহজাবীন জানান, “সিনেমা শুরু করেছি, তাই সামনেও সিনেমা করব। যদি গল্প ভালো হয় এবং চরিত্রটি আমার উপযুক্ত লাগে, আমি অবশ্যই কাজ করতে চাই।”

নতুন কাজের ঘোষণা না দেওয়ার কারণে দর্শকদের মাঝে সৃষ্টি হওয়া অপ্রসন্নতার বিষয়ও তিনি স্বীকার করেন। মেহজাবীন বলেন, “দর্শকরা মাঝে মাঝে মন খারাপ করেন, ভাবেন ‘মেহজাবীন কিছু বলছেন না, আর্টিস্টরা সবকিছু লুকাচ্ছেন’। কিন্তু বিষয়টা তা নয়। এর পেছনে আছে কন্ট্রাকচুয়াল শর্ত। যে কোনো কাজে অনবোর্ড হলে প্রথমেই প্রযোজনা সংস্থার সাথে স্বাক্ষর করতে হয়, যেখানে শর্ত থাকে তারা প্রথম কাজটি ঘোষণা করবে। প্রযোজনা সংস্থা একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিক করে কখন কী ঘোষণা হবে এবং কখন রিলিজ হবে।”