পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির তার গ্ল্যামার ও প্রতিভা দিয়ে প্রতিনিয়ত নতুন ইতিহাস গড়ছেন। সম্প্রতি আইএমডিবি-র প্রকাশিত বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় স্থান অর্জন করে তিনি পাকিস্তানের জন্য সম্মান বয়ে এনেছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার কিছু নতুন ছবি ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে।
ইনস্টাগ্রামে হানিয়া আমির তার ভিন্নধর্মী সাজের তিনটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে একটি গাঢ় মেরুন রঙের লং গাউনে দেখা যায়। গাউনটির কাঁধের কাছে প্যাড-স্টাইল ডিজাইন এবং মানানসই ফিট কাট তার সাজে এক বাড়তি আভিজাত্য এনেছে।
এদিন তার চুলের স্টাইলেও ছিল ভিন্নতা। হালকা কার্ল করা খোলা চুল, উজ্জ্বল মেকআপ এবং স্টাইলিশ পোজ দিয়ে তিনি তার ভক্তদের মন জয় করেছেন।