নিত্যা মেননের ‘Dear Exes’ আর হচ্ছে না, অভিনেত্রীর নিজস্ব ঘোষণায় নিশ্চিত
বিনোদন প্রতিবেদক | আপডেট: ২৭ জুলাই ২০২৫, সকাল ১০:২৩


তামিল ও তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিত্যা মেনন নিশ্চিত করেছেন, তার ঘোষণা দেওয়া রোমান্টিক ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘Dear Exes’ আর নির্মিত হচ্ছে না

তবে সিনেমাটি বাতিল হওয়ার নির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।

গত বছর ‘Dear Exes’ নামে একটি ব্যতিক্রমধর্মী সিনেমার ঘোষণা দিয়েছিলেন নিত্যা মেনন। এতে তার পাশাপাশি অভিনয় করার কথা ছিল প্রতীক বাব্বর, বিনয় রাই, নবদীপ ও দীপক পারাম্বলের। সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন নবাগত পরিচালক কামিনী, যিনি Shershaah খ্যাত বিষ্ণুভর্ধনের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

‘Dear Exes’ সিনেমাটি মূলত এক তরুণীর প্রেম ও প্রাক্তন প্রেমিকদের ঘিরে নির্মাণ হওয়ার কথা ছিল। সমসাময়িক প্রেম, সম্পর্ক এবং ‘সুপ গার্ল’ ধারণার উপর ভিত্তি করে রোমান্টিক-কমেডির ঢংয়ে তৈরি হতো গল্পটি।

তবে সম্প্রতি OTTplay-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিত্যা মেনন জানান, সিনেমাটি আর হচ্ছে না। যদিও এটি সম্পূর্ণ বাতিল করা হয়েছে, নাকি অন্য কাউকে নিয়ে নির্মাণ করা হবে—সে বিষয়ে তিনি কিছু জানাননি।

উল্লেখ্য, নিত্যা মেননের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘Thalaivan Thalaivii’ বর্তমানে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। পারিবারিক রোমান্টিক ঘরানার এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। সিনেমাটি পরিচালনা করেছেন পাণ্ডিরাজ।

নিত্যা মেনন বর্তমানে তামিল, তেলুগু ও মালয়ালম ভাষার সিনেমায় নিয়মিত কাজ করছেন এবং ভিন্নধর্মী চরিত্রে তার অভিনয় বরাবরই দর্শকপ্রিয়তা পাচ্ছে।


আরও খবর পেতে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।