দেশের জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু দীর্ঘ সময় পর নিজের ব্যক্তিগত জীবন ও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ নিয়ে মুখ খুলেছেন। ২০১৪ সালে বিয়ের পর শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ায় তাঁর দাম্পত্য জীবন নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল। সম্প্রতি এক পডকাস্টে তিনি সরাসরি নিশ্চিত করেছেন যে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলেও তাঁরা ২০১৭ সাল থেকেই আলাদা থাকছিলেন বলে জানান তিনি।
বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিন্দু জানান, অন্য একটি মানুষের সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তার খাতিরে তিনি বিষয়টি জনসমক্ষে বিস্তারিত বলতে চান না। দীর্ঘদিনের বিরতি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, অভিনয় ছাড়ার পেছনে কারও কোনো চাপ ছিল না। বরং একজন সাধারণ মানুষের মতো ঘর-সংসার করার প্রবল ইচ্ছা থেকেই তিনি নিজে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখা বিন্দু দারুচিনি দ্বীপ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে আরিফিন শুভর বিপরীতে উনিশ২০ সিনেমায় তাঁকে দেখা গেলেও বর্তমানে তিনি অভিনয়ে নিয়মিত নন। বিন্দুর এই স্পষ্ট স্বীকারোক্তি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মাঝে থাকা দীর্ঘদিনের বিভ্রান্তি ও কৌতূহলের অবসান ঘটিয়েছে।