দশ বছর পর ‘ধূমকেতু’ মুক্তির আগে প্রাক্তন সম্পর্ক নিয়ে খোলামেলা অভিনেত্রী

এক সময় টালিউড মানেই ছিল দেব ও শুভশ্রী জুটি। পর্দায় তাদের রসায়ন যতটা জনপ্রিয় ছিল, বাস্তবেও তাদের সম্পর্ক ছিল ততটাই আলোচিত। তবে সেই সম্পর্ক আর টেকেনি। ভেঙে যায় তাদের ভালোবাসা, ভেঙে পড়ে শুভশ্রীও।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা অকপটে তুলে ধরেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। জানান, প্রাক্তন সম্পর্কের ধাক্কায় জীবনের চারটি বছর তিনি হারিয়ে ফেলেছেন।

জি বাংলার এক পুরোনো রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে এসে শুভশ্রী বলেন,
‘‘আমি খুব অল্প বয়সে জীবনের খারাপ সময়টা দেখেছি। ‘পরাণ যায় জ্বলিয়া রে…’ ছবির পর নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ ছেড়ে দিই। যেই সম্পর্কে ভরসা করে সব ত্যাগ করেছিলাম, সেটাই টিকল না। তখনই বুঝেছিলাম জীবনের কোনো নিশ্চয়তা নেই।’’
সে সময় মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে নিজের কষ্ট মনের মধ্যে চেপে রাখতে হতো।
‘‘চার বছর নষ্ট করেছি আমি। বাবা-মাকে বলতে পারিনি। বাইরে হাসি থাকলেও, ভিতরে একা কাঁদতাম। পাঁচ মিনিট পরপর বাথরুমে গিয়ে কাঁদতাম,’’ বলেন শুভশ্রী।
তবে সেই দুঃসময়ই তাকে নতুন করে তৈরি করেছে।
‘‘যখন মনে হলো হারানোর আর কিছু নেই, তখনই ঠিক করলাম—যা পাব সেটাই আমার প্রাপ্তি। এরপর থেকেই ঈশ্বরের আশীর্বাদে জীবনে সাফল্য আসতে শুরু করল।’’
ভালোবাসা নিয়ে আজও তার বিশ্বাস অটুট।
‘‘ভালোবাসা খুব সুন্দর অনুভূতি। খারাপ অভিজ্ঞতা হলেও আমি ভালোবাসাকে অস্বীকার করিনি। মানুষ জীবনে যা কিছুই করুক, শেষমেশ ভালোবাসার খোঁজেই আসে।’’
২০১৩ সালে শুরু হওয়া দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ ছবির শুটিং চলে ২০১৫ পর্যন্ত। তখনই তাদের সম্পর্ক ভেঙে যায়। নানা জটিলতায় আটকে থাকা ছবিটি অবশেষে দীর্ঘ ৯ বছর পর আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে।

বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবনে সুখী শুভশ্রী। ছেলে ইউভান ও সদ্যজাত কন্যাকে নিয়ে তার সংসার এখন পরিপূর্ণ।