বলিউড অভিনেতা ববি দেওল সম্প্রতি আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এই সিরিজের প্রচারে অংশ নিয়ে তিনি তার জীবনের এক কঠিন অধ্যায়, অর্থাৎ মদ্যপানে আসক্তি এবং তা থেকে বেরিয়ে আসার গল্প খোলাখুলি তুলে ধরেছেন।

রাজ শামানির পডকাস্টে ববি দেওল স্বীকার করেন, একসময় মদ্যপান তাকে ভীষণ দুর্বল করে তুলেছিল এবং পরিবারের সদস্যদের কষ্ট দিত। তিনি জানান, আজ তিনি এক বছরেরও বেশি সময় ধরে পুরোপুরি মদ্যপানমুক্ত এবং এর পুরো কৃতিত্ব তিনি পরিবারকেই দিয়েছেন।

স্ত্রীর কষ্ট ও সন্তানের মন্তব্য

ববি দেওল বলেন, তিনি প্রতিদিন মদ খেতেন না, কিন্তু যখনই খেতেন, তার পরিবার ভয়ে থাকত যে তিনি কেমন আচরণ করবেন। তিনি জানান, এই সময়ে তার স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন, কারণ কাছের মানুষরাই কেবল তার রাগ, খারাপ ব্যবহার এবং মদ্যপানের ফলে সৃষ্ট বোকাবোকা কথাগুলো দেখতেন। তিনি স্বীকার করেন, “এটাই মদ্যপানের ভয়াবহতা, এটা মস্তিষ্ককে নষ্ট করে ফেলে।”

জীবনে পরিবর্তন আসার কারণ হিসেবে তিনি ছেলের একটি মন্তব্য তুলে ধরেন। ববি বলেন, “একদিন শুনলাম, ছেলে আমার স্ত্রীকে বলছে, ‘তুমি তো প্রতিদিন কাজ করতে যাও, কিন্তু বাবা শুধু বাসায় বসে থাকে’।” এই মন্তব্য শুনেই তিনি ভেতর থেকে কেঁপে ওঠেন এবং বুঝতে পারেন যে তিনি কেমন বাবা হচ্ছিলেন।

নিজেকে বদলানোর প্রেরণা

অভিনেতা জানান, তিনি একসময় অন্য অভিনেতাদের প্রতি ঈর্ষা করতেন এবং দুনিয়াকে দোষ দিতেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে সালমান খান, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, এমনকি তার ভাই সানি দেওল-এর মতো তারকারা এবং নতুন প্রজন্মের রণবীর সিংরণবীর কাপুর কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়েই সাফল্য পেয়েছেন। ববি বলেন, “আমি নিজের প্রতি অন্যায় করেছিলাম। আমি কেন কাজ করছি না” এই উপলব্ধিই তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।