বুবলীর নাচে মুগ্ধতা, প্রকাশ্যে গানচিলের ‘ময়না’ মিউজিক ভিডিও
বিনোদন প্রতিবেদক
নতুন একরূপে হাজির হলেন ঢালিউড তারকা শবনম বুবলী। এবার তাকে দেখা গেল একক মিউজিক ভিডিওতে মনোমুগ্ধকর নাচের পারফরম্যান্সে। গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান ‘ময়না’ প্রকাশিত হয়েছে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায়, ইউটিউব চ্যানেলে।
সিনেমার বাইরে এটি বুবলীর প্রথম একক মিউজিক ভিডিও। তবে সেট, আয়োজন ও নির্মাণে ছিল পুরোদস্তুর সিনেমার আমেজ। বিশাল বাজেট, রঙিন সেট আর ঝাঁকজমকপূর্ণ পরিবেশনায় নির্মিত ভিডিওটিতে বুবলীর সঙ্গে পারফর্ম করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
গানটির কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার। কথা লিখেছেন গানচিল কর্ণধার আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।
গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু, আর নৃত্য পরিচালনায় ছিলেন খালেদ মাহমুদ।
নিজের অভিজ্ঞতা জানিয়ে বুবলী বলেন, “সিনেমায় গান করেছি অনেক, কিন্তু একক মিউজিক ভিডিও একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের, শুনলেই নাচতে ইচ্ছে করে। দর্শকের ভালোবাসায় আমি আপ্লুত।”
শরাফ আহমেদ জীবন বলেন, “বুবলী দারুণ একজন পারফর্মার। তার সঙ্গে এমন একটি আয়োজনে কাজ করে দারুণ লেগেছে। ভিডিওটি নিয়ে সবার আগ্রহ আর সাড়া আমাদের অনুপ্রাণিত করছে।”
পরিচালক অংশু জানান, “এটি সিনেমার গান না হলেও নির্মাণের প্রতিটি পর্যায়ে সিনেমার মতো আয়োজন করেছি। কোনো কিছুতেই ছাড় দিইনি। সবার পরিশ্রম এখন দর্শকের ভালোবাসায় সার্থক হয়েছে।”
গানচিলের কর্ণধার আসিফ ইকবাল বলেন, “বাংলা গানের নিজস্ব ঘরানাকে আরও আধুনিকভাবে উপস্থাপন করতেই ‘বাংলা অরিজিনালস’ প্রজেক্ট। ‘ময়না’ দিয়ে সেই যাত্রার শুরু। আমরা মৌলিক গানে বিশ্বাস করি, দর্শকের ভালো লাগাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
ইউটিউবে প্রকাশের পর থেকেই ‘ময়না’ গানটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। নতুন এই সংগীত-পরিকল্পনার মাধ্যমে বাংলা গানে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।