ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ মর্মান্তিক ঘটনা ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর)। সর্বশেষ আপডেট অনুযায়ী, আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান জানান, নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু রয়েছে।

পুলিশ সূত্র বলছে, থালাপতি বিজয় মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ব্যারিকেডের সামনে প্রচণ্ড ভিড় ও দমবন্ধ পরিস্থিতিতে অনেকে অজ্ঞান হয়ে পড়েন, তখনই ঘটে পদদলনের ঘটনা।

প্রথমে ধারণা করা হয়েছিল প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হবেন, কিন্তু বাস্তবে সেখানে জড়ো হন প্রায় ৬০ হাজার। অতিরিক্ত চাপেই বিপর্যয় নেমে আসে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অন্য শীর্ষ নেতারা।

এনডিটিভি জানিয়েছে, নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা দেরিতে থালাপতি বিজয় জনসভায় মঞ্চে আসেন। দীর্ঘ প্রতীক্ষা ও ক্রমবর্ধমান ভিড়ের কারণে গাদাগাদি পরিস্থিতি তৈরি হয়, যা শেষ পর্যন্ত ভয়াবহ পদদলনের রূপ নেয়।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে