ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাস তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন। সম্প্রতি এই তারকা দম্পতির বিদেশ যাত্রা নিয়ে আলোচনা শুরু হয়েছে, যেখানে শাকিব খানের অন্য স্ত্রী শবনম বুবলীর সঙ্গে তার নিউইয়র্ক সফরের রেশ এখনো কাটেনি।

ঢাকা শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটে যাওয়া কিছু নেতিবাচক ঘটনার পর অপু বিশ্বাস তার ছেলে জয়কে সেই স্কুল থেকে সরিয়ে নেন। এরপরই জয়কে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, সিঙ্গাপুরেই তার স্কুল শিক্ষা শুরু হবে এবং শাকিব খানও তাদের সঙ্গে থাকবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, “জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন সেখানেই থাকব।” দেশের বাইরে পড়ালেখার এই সিদ্ধান্ত নিয়ে অপু জানান, এই বিষয়টি তাদের নিজেদের মধ্যেই আলোচনার বিষয় ছিল, কীভাবে তা বাইরে চলে এলো তা তিনি জানেন না। তিনি ব্যক্তিগত বিষয়গুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করেন।

ধারণা করা হচ্ছে, এপ্রিল মাসে অপু জয়কে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং তখনই ভর্তিসহ অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়। তবে তারা সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করবেন কিনা, সে বিষয়ে অপু স্পষ্ট করে কিছু জানাননি।

ব্যক্তিজীবনে স্থায়ী সম্পর্ক না গড়তে পারলেও শাকিব খান তার দুই সন্তানের প্রতি সমানভাবে যত্নশীল। এর আগে তিনি তার আরেক সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে নিউইয়র্ক সফর করেছিলেন, যা নিয়েও আলোচনা হয়েছিল।