ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে আবারও বাজিমাত করেছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। কনটেন্টভিত্তিক ২৩টি ক্যাটাগরির মধ্যে চরকির অরিজিনাল কনটেন্ট এবং এর সঙ্গে যুক্ত শিল্পীরা ১৭টি পুরস্কার জিতে নিয়েছেন, যা তাদের প্ল্যাটফর্মের সাফল্যের আরেক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
ক্রিটিক ও পপুলার চয়েসে চরকির জয়জয়কার
রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে এফএস নাঈম চরকির সিরিজ ‘কালপুরুষ’-এর জন্য সেরা অভিনেতার (ক্রিটিক) পুরস্কার পান। একই সিরিজের মেকআপ আর্টিস্ট রুবামা ফাইরুজ, এডিটিং সৈয়দ মেহবুব হুসাইন ও সালেহ সোবহান অনীম এবং আর্ট ডিরেক্টর শিহাব নুরুন নবী-ও তাদের নিজ নিজ বিভাগে সেরার পুরস্কার অর্জন করেন।
সেরা সিরিজ (ক্রিটিক) নির্বাচিত হয়েছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিনপাট’। এই সিরিজটি ১২টি মনোনয়ন পেয়েছিল, যার মধ্যে সেরা পরিচালক হিসেবে মোহাম্মদ তাওকীর ইসলাম, সেরা অভিনেত্রী হিসেবে জিন্নাত আরা এবং সেরা সাউন্ড ডিজাইনার হিসেবে আদীপ সিং মানকি পুরস্কার জিতেছেন।
অন্যদিকে, পপুলার চয়েস বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে শিহাব শাহীন পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এই সিনেমাটি মোট চারটি পুরস্কার অর্জন করেছে, যার মধ্যে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন মাহতিম সাকিব ও নন্দিতা।
মোশাররফ করিমসহ তরুণদের জয়
চরকির অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "গল্প শুনে এত ভালো লেগেছিল যে কোনো কিছু চিন্তা না করে কাজটি শুরু করে দিই।"
এছাড়াও, ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজের জন্য সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরের পুরস্কার পেয়েছেন জাহিদ নিরব। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন কাজী আসাদ তার সিরিজ 'আধুনিক বাংলা হোটেল'-এর জন্য। ‘টিকিট’ সিরিজের জন্য জান্নাত মৌরি সেরা কস্টিউম ডিজাইনার এবং ‘ফরগেট মি নট’-এর জন্য ইশতিয়াক হোসেন সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার জিতেছেন।
সম্মাননা ও বিশেষ পুরস্কার
এই আয়োজনে ঢালিউড সুপারস্টার শাকিব খান তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা পান। একই সঙ্গে ‘উৎসব’ সিনেমার সাফল্যের জন্য একটি বিশেষ মেনশন অ্যাওয়ার্ডও দেওয়া হয়।
অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপ এবং দ্য ডেইলি স্টারের কর্মকর্তারা বিজয়ীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশের বিনোদন জগতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।