বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের জীবন শুরুটা মোটেও সহজ ছিল না। অভিনেত্রী হওয়ার আগে তিনি সাধারণ জীবনযাপন করেছেন এবং নিজের হাতখরচ জোগাড় করার জন্য কাজ করেছেন।

সম্প্রতি, একটি চাকরি খোঁজার অ্যাপে নিজের প্রোফাইলে অভিনেত্রী ও উদ্যোগপতি হওয়ার পাশাপাশি আরও দুটি পেশার কথা উল্লেখ করেছেন শ্রদ্ধা কাপুর। তিনি জানিয়েছেন, এক সময় তিনি কফি ও স্যান্ডউইচ বানাতেন এবং সেখান থেকে যা উপার্জন হতো, তা দিয়ে তার হাত খরচ চলত।

শ্রদ্ধা আরও বলেন, ২০০৫ সালে তিনি যখন বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, তখন তিনি একটি আন্তর্জাতিক কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। সেখানে তিনি কফি বানানো থেকে শুরু করে স্যান্ডউইচসহ বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেন।

তবে মজার ব্যাপার হলো, সম্প্রতি তিনি মজা করে বলেছেন, "২০০৫ সালে বস্টনে পড়ার সময় যে ক'জনকে কফি করে খাইয়েছি, তাঁদের সবার কাছে আমি ক্ষমা চাইছি।" তার দাবি, কফি বানানোতে তিনি তেমন দক্ষ ছিলেন না, তবে স্যান্ডউইচ বানাতে তিনি বেশ ভালো পারদর্শী ছিলেন।

বর্তমানে শ্রদ্ধা বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। প্রায় ১৩ বছরের কঠোর পরিশ্রমে তিনি আজকের অবস্থানে এসেছেন। তিনি অল্প বয়সে অভিনয় শুরু না করে প্রথমে বিদেশে উচ্চশিক্ষা শেষ করে তারপর অভিনয় জগতে আসেন।