পরিচালক সঞ্জয় সমাদ্দার পরিচালিত ঈদের আলোচিত সিনেমা ‘ইনসাফ’ আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।
সিনেমাটির গল্পে ইউসুফ নামে এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর চৌকশ অফিসার জাহান খানের ছুটে চলার কাহিনি দেখানো হয়েছে। ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ এবং অফিসার জাহান খানের চরিত্রে রয়েছেন তাসনিয়া ফারিণ। দর্শক মহলে রাজ ও ফারিণের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।
এই সিনেমায় ভিন্ন লুকে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে, যিনি একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের মাধ্যমে চিকিৎসাসেবার সিন্ডিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে। এছাড়াও অতিথি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
‘ইনসাফ’-এ নতুন করে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গান ‘আকাশেতে লক্ষ তারা’। সংগীতশিল্পী জেফার এই সিনেমায় গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে এবং সঞ্জয় সমাদ্দার। আবুল কালাম তিতাস, কথাচিত্র এবং টিওটি ফিল্মস যৌথভাবে এটি প্রযোজনা করেছে। সিনেমায় আরও অভিনয় করেছেন ডন, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ। জমজমাট অ্যাকশনধর্মী এই সিনেমাটির ওটিটি মুক্তি নিয়ে নির্মাতা ও কলাকুশলীরা বেশ উচ্ছ্বসিত।