কেন বিয়ে করেননি এই প্রশ্নটা প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত জীবনে শুনতে হয় জনপ্রিয় অভিনেতা, কবি ও গীতিকার মারজুক রাসেলকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন। মারজুক জানান, তিনি বিয়ে করতে চেয়েছিলেন, তবে কারও সঙ্গে তার 'টিউন' বা 'ম্যাচ' হয়নি বলেই বিয়ে করা হয়ে ওঠেনি।

মারজুক রাসেল জানান, তিনি ১৯৯৬ সাল থেকেই দাম্পত্য জীবনে জড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি বলেন, "ম্যাচ না করলে সামাজিক আইন মেনে, জোর করে ম্যাচ করিয়ে আজীবন বা বিচ্ছেদের পূর্বাপর 'ক্যাচক্যাচ, ঘ্যাচঘ্যাচ' করে যাওয়ায় আমি আগ্রহী নই। 'ম্যাচ' করে না!" তিনি মনে করেন, দাম্পত্য জীবন আর সংসার জীবন এক নয়। তিনি তার নানু, মা, বোন ও ভাইদের নিয়েই সংসার করছেন।

প্রেমের বিষয়ে মারজুক রাসেল বলেন, "আমি সব সময় প্রেমে থাকি, এখনো প্রেমেই আছি।" তিনি মনে করেন, প্রেম ঘটে যায়, ঘটানো যায় না। তার প্রেমিকা ছিল জেরিন, যাকে নিয়ে তিনি সিনেমা, নাটক ও বিজ্ঞাপনও করেছেন। তবে সেই সম্পর্ক ছিল একতরফা। মারজুক বলেন, "ওইটা একতরফা ছিল, আমার তরফে, ওয়ান-সাইডেড। কিশোরবেলায় প্রকৃতি আমারে দিয়া ওই পাগলামি করাইয়া নিছিল।" তিনি জেরিনের খোঁজখবর রাখেন এবং তার ভালো থাকার কামনা করেন।

কেন তার জীবনে নারীসঙ্গী প্রয়োজন নেই এমন প্রশ্নের জবাবে মারজুক রাসেল বলেন, "নারীসঙ্গী প্রয়োজন নেই, ওইটা অটো থাকে। অটো ন্যাচার থাকে।" তিনি মনে করেন, নারী ছাড়া পুরুষ জন্ম নিতে পারে না, আবার পুরুষ ছাড়া নারীও জন্ম নিতে পারে না।

শেষ পর্যন্ত মারজুক জানান, তিনি সৃজনশীল কাজের পরিবেশের মিথ থেকে মুক্ত হয়েছেন এবং এখন তার সমস্ত লেখা তার বাস্তব অভিজ্ঞতা, কল্পনা, আড্ডা, পাঠ ও জীবনের অন্যান্য অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি হয়।