গত বছর গণেশ চতুর্থীর পর দীপিকা পাড়ুকোন তার মা হওয়ার খবর জানিয়েছিলেন। এরপর দীপাবলির সময়ে মেয়ের ছোট্ট পায়ের ছবি দিয়ে তার নাম 'দুয়া' প্রকাশ করেন। এই বছর ৮ সেপ্টেম্বর ছোট্ট দুয়ার বয়স এক বছর পূর্ণ হয়েছে। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে দীপিকা এক বিশেষ উপহার দিয়েছেন।
ঘরোয়া আয়োজনে মেয়ের জন্মদিন
মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষ্যে দীপিকা কোনো বড় আয়োজন করেননি, বরং ঘরোয়াভাবেই দিনটি উদযাপন করেছেন। মেয়েকে ভালোবাসা জানানোর জন্য তিনি নিজের হাতে চকোলেট কেক তৈরি করেছেন। দীপিকা বলেছেন, এটাই তার 'লভ ল্যাঙ্গুয়েজ'।
ফাঁস হলো মেয়ের ছবি?
যদিও দীপিকা এখনও পর্যন্ত মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি এবং পাপারাজ্জিদের বারবার গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন, তবুও সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, দীপিকার কোলে এক শিশু বসে আছে এবং তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। ভক্তদের দাবি, এটিই দীপিকা ও রণবীরের মেয়ে দুয়া। ভিডিওটিতে দীপিকাকে ভিডিও রেকর্ড করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করতেও দেখা যায়। ভক্তরা প্রথমবারের মতো দুয়াকে দেখে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।