বক্স অফিসের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার সিনেমা ধুরন্ধর এখন বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে। রণবীর সিং ও অক্ষয় খান্নার অনবদ্য অভিনয়ে সমৃদ্ধ এই ছবিটি ইতিমধ্যে ভারতের বাজারে সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার তকমা অর্জন করেছে। গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই এটি দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে এবং বিশ্বব্যাপী প্রায় ১,৩৩৯ কোটি রুপির বেশি আয় করে নতুন ইতিহাস গড়েছে। সানি দেওলের গদর ২ এবং অল্লু অর্জুনের পুষ্পা ২-কে পেছনে ফেলে এটি এখন ভারতের শীর্ষ হিন্দি সিনেমা হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে।
প্রেক্ষাগৃহে অভাবনীয় সাফল্যের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তুলতে ঘরের পর্দায় আসছে ধুরন্ধর। ভারতের বিনোদন বাণিজ্যের তথ্য অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। জানা গেছে, ধুরন্ধর এবং এর সিকুয়েলের ডিজিটাল স্বত্ব মিলিয়ে নেটফ্লিক্সের সঙ্গে প্রায় ১৩০ কোটি রুপির একটি বিশাল চুক্তি করেছে প্রযোজনা সংস্থা। মুক্তির মাত্র দেড় মাসের মধ্যে ওটিটিতে আসার খবরটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে এবং এটিকে রণবীর সিংয়ের ক্যারিয়ারের অন্যতম একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ধুরন্ধর-এর এই বিশাল সাফল্যের রেশ কাটতে না কাটতেই পরিচালক আদিত্য ধর এর সিকুয়েল ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ-এর ঘোষণা দিয়েছেন। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই ছবিতে জসকিরত সিং রাঙ্গির ডন হয়ে ওঠার নেপথ্য কাহিনী এবং অক্ষয় খান্নার রহমান ডাকাত চরিত্রের অতীত রহস্য উন্মোচিত হবে। তবে একই দিনে কন্নড় সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক মুক্তি পেতে চলায় বক্স অফিসে এক বিশাল লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, বড় পর্দার এই মহারণে ধুরন্ধর ২ প্রথম পর্বের মতো উন্মাদনা ধরে রেখে নতুন কোনো রেকর্ড গড়তে পারে কি না।