বিশ্বজুড়ে ইতিবাচক প্রভাব ফেলা ৯০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তালিকায় আছেন আন্তর্জাতিক তারকা সেলেনা গোমেজ, বিলি আইলিশ, মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনিসহ আরও অনেকে।
গ্লোবাল সংস্কৃতি বিষয়ক প্রকাশনা ‘দ্য শিফট’ তাদের নতুন তালিকায় ৯০ জনেরও বেশি অনন্য নারীদের নাম প্রকাশ করেছে, যাঁরা সক্রিয়তা, সৃজনশীলতা, নেতৃত্ব এবং সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন।
এই তালিকায় রয়েছেন আমাল ক্লুনি, মারিস্কা হারজিটে, সেলেনা গোমেজ, বিলি আইলিশ, অ্যাঞ্জেলিনা জোলি, আমান্ডা গোরম্যান, জেসিকা চ্যাস্টেইন, ওলিভিয়া রড্রিগো, লুসি লিউ, মিস্টি কপল্যান্ড, বিলি জিন কিং এবং ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।‘গ্লোবাল ইমপ্যাক্ট লিস্ট ২০২৪’-এ দীপিকা ভারতের একমাত্র প্রতিনিধি।
‘দ্য শিফট নাইন্টি প্লাস ওয়ান’ সংখ্যায় দীপিকার একটি উদ্ধৃতি তুলে ধরা হয়েছে:
“আমার কাছে সাফল্য শুধুমাত্র পেশাগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানসিক সুস্থতা ও আত্ম-সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। ধৈর্য, ভারসাম্য, ধারাবাহিকতা এবং প্রামাণিকতায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি চাই ভবিষ্যৎ প্রজন্ম এগুলোকেও সমানভাবে মূল্য দিক।”
একজন মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মী হিসেবে দীপিকা তাঁর কাজের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষকে প্রভাবিত করছেন। বিনোদন জগতের গণ্ডি ছাড়িয়ে তিনি আজ এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যিনি নানা বিশ্বজনীন প্রকল্প ও উপস্থিতির মাধ্যমে নিজের প্রভাব বিস্তার করে চলেছেন।
এই স্বীকৃতি প্রসঙ্গে দীপিকা বলেন, "আমি কেবল সাফল্য অর্জন করতে চাই না, আমি চাই একটি প্রজন্মকে অনুপ্রাণিত করতে।"
এই তালিকায় জায়গা পাওয়ার মধ্য দিয়ে আরও একবার আন্তর্জাতিক স্তরে নিজের অবস্থান জানান দিলেন দীপিকা। কিছুদিন আগেই ঘোষিত হয়েছে, ২০২৬ সালে হলিউড ওয়াক অব ফেম-এ জায়গা পেতে যাওয়া প্রথম ভারতীয় অভিনেত্রী তিনিই।
এর আগেও টাইম ম্যাগাজিনের '১০০ প্রভাবশালী ব্যক্তি'-র তালিকায় ছিলেন দীপিকা। পেয়েছেন ‘টাইম১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’। বিশ্বের নামীদামি ফ্যাশন ব্র্যান্ড লুই ভুঁইতঁ ও কার্তিয়েরের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি।
বলিউডের গণ্ডি পেরিয়ে দীপিকা এখন বিশ্ববিনোদনের অন্যতম মুখ।