জনপ্রিয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তাঁর সহ-অভিনেতা জিতু কামাল-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তারা বর্তমানে একসঙ্গে স্টার জলসার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ অভিনয় করছেন।

দিতিপ্রিয়া ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বিবৃতি দিয়ে অভিযোগ করেছেন, জিতু কামাল তাকে রাতের বেলায় আপত্তিকর বার্তা পাঠাতেন, যার মধ্যে ছিল তাঁদের দুজনের AI-তৈরি চুম্বনের একটি ছবি। শুধু তাই নয়, একবার তিনি দিতিপ্রিয়াকে সরাসরি জিজ্ঞেস করেন, “তুমি কি প্রেগন্যান্ট?”

কী বলেছেন দিতিপ্রিয়া?

তিনি লেখেন 

“গত কয়েকদিন ধরে নানা কথা শোনা যাচ্ছিল আমার নিয়ে। আমি চুপ করে ছিলাম কারণ আমি বিশ্বাস করি ‘Ignorance is bliss’। প্রথমে ছবি নিয়ে একটি ঘটনা ঘটে। প্রোডাকশন টিম আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য কিছু ছবি দেয়। জিতু সেই ছবি থেকে একটি পোস্ট করেন, যেটা আমার একেবারেই ভালো লাগেনি। পরে অবশ্য তিনি সেটি মুছে দেন।




 আপত্তিকর মেসেজের অভিযোগ

দিতিপ্রিয়া জানিয়েছেন 

“শুরু থেকেই তিনি আমার সঙ্গে সরাসরি কথা না বলে শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন। একবার জিজ্ঞেস করেছিল, ‘তুমি কি ওই ইভেন্টে যাচ্ছ?’ আমি বলি না, ডাক্তার দেখাতে যাচ্ছি। তখনই বলেন, ‘তুমি কি প্রেগন্যান্ট?’ আবার একদিন মাঝরাতে একটি AI তৈরি ছবি পাঠায়, যেখানে আমরা চুম্বনরত। লেখে, ‘এটা তোমার বয়ফ্রেন্ডকে পাঠাও। আজ রাতেই ব্রেকআপ হয়ে যাবে।’ অন্য একদিন লেখে, ‘তোমার মা যেন না জানে, আমি ওকে ভয় পাই।’”

তিনি বলেন, প্রথমদিকে এসব কথা তিনি মজার ছলে নিয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে এটি তাঁর জন্য খুবই অস্বস্তিকর হয়ে ওঠে। সেটেও নানা সমস্যা শুরু হয়।

চুপ করে ছিলেন কেন?

“আমার পরিবার শিখিয়েছে, কাজের জায়গায় অকারণে অশান্তি করা উচিত নয়। তাই এতদিন চুপ ছিলাম। কিন্তু কেউ যদি বারবার সীমা ছাড়িয়ে যায়, তখন আর চুপ থাকা যায় না। আমি কখনও অন্যায় সহ্য করিনি, আর করবও না,” – বলেন দিতিপ্রিয়া।

জিতু কামালের প্রতিক্রিয়া

অন্যদিকে জিতু কামাল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, দিতিপ্রিয়া “অত্যন্ত প্রতিভাবান, কিন্তু মানসিকভাবে খুবই ‘কিডিশ’ বা শিশুসুলভ”।

জিতুর দাবি, তিনি কেবল নিজের সম্মান রক্ষার জন্য চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন, এবং এগুলোর ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্রোডাকশন টিমও তাঁর পাশেই আছে বলে জানিয়েছেন তিনি।

কী হবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ?