ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি সবসময়ই নিজের জীবনের নানা দিক নিয়ে অকপটে কথা বলেন। প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ কিংবা ব্যক্তিগত অনুভূতি সব কিছুই তিনি প্রকাশ করেছেন খোলাখুলি ভাবেই। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদও ছিল পুরোটাই জনসমক্ষে।
বর্তমানে দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়ে নিজের ছোট্ট সংসারে বেশ শান্তিতেই দিন কাটাচ্ছেন তিনি। তবে সম্প্রতি এক গুজব তাকে বেশ বিরক্ত ও ক্ষুব্ধ করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়, পরীমনি নাকি তার দত্তক কন্যা প্রিয়মকে পরিবারের কাছ থেকে ফিরিয়ে দিয়েছেন।
এই দাবি একেবারেই ভিত্তিহীন এবং ভুল বলে সরাসরি জানিয়ে দেন পরীমনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। পরীমনি লেখেন,
সব সময়ই দেখি, কিছু অতিসাহসী মানুষ অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাতে পছন্দ করেন। তাদের নিজের জীবনে যত না ঘটনা ঘটে, তার চেয়ে বেশি ব্যস্ত থাকেন আমাদের নিয়ে বিশ্লেষণ করতে। মনে রাখতে হবে, আমরা যারা শোবিজে কাজ করি, তারাও কিন্তু সাধারণ মানুষের মতোই। আমি তো একদমই সাদামাটা জীবন যাপন করি। ঘরে থাকলে চুলে তেল দিয়ে আরাম করে রান্না করি, বাসার কাজ করি। বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে যত্ন সবই নিজের হাতে করি।
পরীমনি জানান, রাজ্য ও প্রিয়ম তার জীবনে এসেছে মাত্র তিন বছর হলো। তার আগেও তিনি পরিবারের অন্য সদস্যদের দেখাশোনা করতেন মন দিয়ে।
সম্প্রতি একটি বিষয় তাকে বেশ পীড়া দিচ্ছে। তিনি লেখেন,
কিছু মানুষ আমার মেয়েকে নিয়ে অযথা প্রশ্ন তুলছে। কেউ কেউ আমাকে ট্যাগ করে বলছে ‘আপনার দত্তক মেয়েকে তো আর দেখি না!’ কেউ বলছে, ‘কই সেই দত্তক মেয়ে?’... আমি বুঝতে পারি না, ‘দত্তক’ শব্দটা নিয়ে এদের এত উৎসাহ কেন! মেয়েটা আমার সন্তান এই সম্পর্কের মধ্যে ‘দত্তক’ বলে আলাদা করে চিহ্নিত করার কোনো প্রয়োজন নেই।”
এ ধরনের কথাকে একরকম ‘ভিউ ব্যবসা’ বলেই মনে করেন পরীমনি। তিনি বলেন,
“আমার মেয়ের ছবি বা ভিডিও দেখলেই কিছু মানুষ কন্টেন্ট বানিয়ে ভিউ বাড়ানোর চেষ্টা করে। কিন্তু আমার সন্তান কোনো ব্যবসার উপকরণ নয়। কারও কনটেন্টের অংশ হবার জন্য আমি তাকে সামনে আনব না। এটা একান্তই আমার সিদ্ধান্ত আমি চাইলে আমার সন্তানদের ছবি শেয়ার করব, না চাইলে করব না। এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার কারও নেই।”
নিজের বক্তব্যের শেষে হালকা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লেখেন,
“আমি বাচ্চাদের খালে ফেলে দিয়েছি এটাই শুনে খুশি হন সবাই, হ্যাপি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!” পোস্টের শেষাংশে তিনি তার শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের ধন্যবাদ জানান, যারা সবসময় তার পাশে থেকেছেন। প্রসঙ্গত, পরীমনিকে বেশ কিছুদিন ধরেই নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। তবে শিগগিরই তিনি আবার বড় পর্দায় ফিরবেন এমনটাই প্রত্যাশা তার ভক্তদের।