দেশের শোবিজ অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র রুমানা রশীদ ঈশিতা। ছোটবেলা থেকেই দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। অভিনয় আর গানের পাশাপাশি ব্যক্তিজীবনেও ঈশিতা প্রভাবশালী। তিনি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী।

তবু এতো প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝেও ঈশিতা সবসময় নিজেকে রেখেছেন সাধারণ ও প্রচারবিমুখ। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, বিলাসিতা বা আভিজাত্য কখনো তাকে বেশি টানেনি। মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও সেটিকে কখনো মাথায় চড়তে দেননি।

ঈশিতা বলেন, ‘মানুষের মেধা বা বড় অর্জনও কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন, একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন ৪০ বছরের সাফল্যের পর অসুস্থ হয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।’

তিনি যোগ করেন, ‘মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তাহলে ধন-সম্পদ নিয়ে অতিরিক্ত স্বস্তিবোধ বা উত্তেজিত হওয়ার কিছু নেই।’ ঈশিতা জীবনের এই অনিশ্চয়তাকেই ধ্রুব সত্য মনে করেন। তার মতে, ‘কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালা জানেন। তাই প্রাচুর্য নিয়ে অতিরিক্ত আত্মতৃপ্ত হওয়ার কোনো মানে নেই।’

শেষে তিনি বলেন, ‘আমারও ভুল আছে। কারণ আমি একেবারেই সাধারণ মানুষ।’ বিতর্কহীন ক্যারিয়ার, ভক্তদের কাছে অনুপ্রেরণার নাম, এবং আভিজাত্যের মোহে না পড়ার মানসিকতা। সব মিলিয়ে ঈশিতা আজও শোবিজে এক উজ্জ্বল উদাহরণ।