জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তার সহজ-সরল জীবনযাপন নিয়ে কথা বলেছেন। তিনি জানান, তারকাখ্যাতি থাকা সত্ত্বেও তিনি সাধারণ মানুষের মতোই জীবন কাটাতে পছন্দ করেন।

দুই বছর পর ভিকি জাহেদের পরিচালনায় 'আঁকা' ওয়েব সিরিজে অভিনয় করেছেন নিশো। সিরিজটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য দেন।

নিশো বলেন, "আমার কাছে তারকাদের প্রটোকল মেনে চলা এক ধরনের কুসংস্কার মনে হয়। আমি সাধারণ জীবনযাপন করি, কারণ এটাই আমার স্টাইল। নিজেকে এভাবে উপস্থাপন করতে আমার ভালো লাগে। দিন শেষে আমাকে মাটির নিচে যেতে হবে। আমি চাই, আমার যোগ্যতা যত বাড়বে, আমি ততই সাধারণ মানুষের কাছাকাছি থাকব।"

তিনি আরও বলেন, "হিরো বা পারফর্মার হলেই সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকতে হবে, প্রটোকল নিয়ে চলতে হবে এগুলো আমার কাছে অপ্রয়োজনীয় এবং অর্থহীন মনে হয়। ভক্তরা ছবি তুলতে এলে যদি আমি ব্যস্ত থাকি, তাহলে তাদের বুঝিয়ে বলি যে আমি এখন ক্লান্ত। আমার বিশ্বাস, আমার ভক্ত-অনুসারীদের সঙ্গে এই ধরনের বোঝাপড়া রয়েছে।"

নিশো আরও বলেন, "আমি সবসময় চাই মানুষ হিসেবে আমি সাধারণ থাকি, কিন্তু আমার কাজগুলো যেন অসাধারণ হয়ে ওঠে। তাহলেই হয়তো আমি মানুষের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকতে পারব।"

‘আঁকা’ সিরিজটি আগামী ৪ সেপ্টেম্বর হইচই-তে মুক্তি পেতে যাচ্ছে। এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা।