উপমহাদেশের প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (ICU) রাখা হয়েছে।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ফরিদা পারভীন ফুসফুসের সংক্রমণ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি এবং থাইরয়েডের মতো নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার বার্ধক্যজনিত সমস্যাও রয়েছে। সম্প্রতি তিনি শ্বাসকষ্ট ও বারবার বমি করার কারণে হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা কিছুটা জটিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পাশে থাকার আশ্বাস সংস্কৃতি মন্ত্রণালয়ের
ফরিদা পারভীনের অসুস্থতার খবর জানার পর সংস্কৃতি মন্ত্রণালয় তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যয় বহনের জন্য সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পরিবারও শিল্পীর উন্নত চিকিৎসার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে।
ফরিদা পারভীনের অসুস্থতার খবরে তার ভক্ত এবং সহশিল্পীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
সংগীত জীবনে তার অবদান
ফরিদা পারভীন তার দীর্ঘ সংগীত জীবনে অসামান্য অবদান রেখেছেন। ১৯৬৮ সালে তিনি নজরুল সংগীতের শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন এবং ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান। সাধক মোকসেদ আলী শাহের কাছে তিনি লালন সংগীতের তালিম নেন। সংগীত জগতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৭ সালে একুশে পদক লাভ করেন। তিনি শিশুদের লালন সংগীত শেখানোর জন্য 'অচিন পাখি স্কুল' নামে একটি গানের স্কুলও প্রতিষ্ঠা করেছেন।