কলকাতার রাস্তায় বাঘ! সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ছড়িয়ে পড়তেই চমকে ওঠে সবাই। পরে জানা যায়, বাস্তবে কিছুই ঘটেনি। হইচই তাদের নতুন সিরিজ ফেলুদার গোয়েন্দাগিরি: দ্য রয়েল বেঙ্গল রহস্য এর প্রচারের জন্যই এই এআই ভিডিও বানিয়েছে। ভিডিওর শেষে দেখা যায়, ফেলুদা নিজেই নামছেন রহস্যের পিছু ধাওয়া করতে।

সিরিজটি আসছে ২৪ ডিসেম্বর। আগেও এই গল্পে সন্দীপ রায়ের চলচ্চিত্রে ফেলুদা হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। এবার ওটিটির জন্য গল্পটিকে সাজানো হয়েছে নতুন ঢঙ্গে। টোটা রায়চৌধুরী হচ্ছেন ফেলুদা, জটায়ু চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, তোপসে হিসেবে কল্পন মিত্র এবং মহীতোষ সিংহ রায় চরিত্রে আছেন চিরঞ্জিৎ চক্রবর্তী।

শুটিং হয়েছে উত্তরবঙ্গের চালসা জঙ্গলে। উল্লেখ্য, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’- এর পর সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন তিনি আর ফেলুদা বানাবেন না। এতে ভক্তদের মন খারাপ হলেও পরে ঘোষণা আসে, ফ্র্যাঞ্চাইজি থামছে না, পরিচালকই শুধু বদলাচ্ছে। এবার দায়িত্বে কমলেশ্বর মুখোপাধ্যায়।

সব মিলিয়ে তার হাতে তৈরি নতুন ফেলুদার গোয়েন্দাগিরি কেমন দাঁড়ায়, সেটা জানা যাবে ২৪ ডিসেম্বরেই।