সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে চিত্রনায়িকা পরীমনির প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে গুঞ্জন ছিল। কিন্তু সম্প্রতি তাদের দুজনের একসঙ্গে একটি অনুষ্ঠানে দেখা যাওয়ার পর থেকে আবারও তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। এই গুঞ্জনের মধ্যেই পরীমনি নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নতুন করে প্রেমের ইঙ্গিত দিয়েছেন।
গত শুক্রবার পরীমনি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।”
তার এই পোস্টের পর ভক্তরা জানতে চেয়েছেন, ‘কে সে?’ কেউ কেউ মন্তব্য করেছেন, “পরবর্তী প্রেমিক কে?” আবার কেউ লিখেছেন, “ভালোবাসাই শক্তি।” ভক্তদের কেউ কেউ কষ্ট পেয়েছেন আবার কেউ মজা করে লিখেছেন, “সাদী আউট, নিউ ইন।”
শেখ সাদীর সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্ক নতুন নয়। এর আগে পরীমনির একটি মামলার জামিনদার হয়েছিলেন শেখ সাদী। তখন থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও কিছুদিন পর সেই সম্পর্ক ভেঙে যাওয়ার খবর শোনা গিয়েছিল। তবে গত ১০ আগস্ট পরীমনির ছেলে পুণ্যের জন্মদিনের অনুষ্ঠানে সাদীকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন।
চিত্রনায়িকা পরীমনির জন্য প্রেমের সম্পর্কে জড়ানো নতুন কোনো ঘটনা নয়। তিনি তার সম্পর্কগুলো নিয়ে কোনো রাখঢাকও রাখেন না এবং প্রায়শই প্রেমিক ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।