প্রেমের প্রস্তাব নিয়ে সাদিয়া আয়মানের স্পষ্ট বার্তা: ‘গার্লফ্রেন্ড ব্যাপারটা ভালো লাগে না’
কাজের মাধ্যমে সবসময়ই আলোচনায় থাকেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ছোট পর্দার পাশাপাশি এ বছর তার বড় পর্দাতেও অভিষেক হয়েছে। সম্প্রতি তিনি কালবেলার 'তারাবেলা' অনুষ্ঠানে নিজের অভিনয় জীবন ও ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন।
অভিনয়ে টিকে থাকার চ্যালেঞ্জ
একজন অভিনেত্রী হিসেবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী, জানতে চাইলে সাদিয়া বলেন, “একজন অভিনেত্রীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থেকে কাজ করে যাওয়া। কারণ, ভালো কাজ ছাড়া কখনোই টিকে থাকা যায় না।” তিনি মনে করেন, ভালো গল্প নির্বাচন করে তাতে পূর্ণ ডেডিকেশন দিয়ে কাজ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রেম-ভালোবাসা নিয়ে ভিন্ন ভাবনা
ব্যক্তিগত জীবনের প্রেম প্রসঙ্গে সাদিয়া জানান, হঠাৎ করে আসা প্রেমের প্রস্তাবে তিনি বিব্রত বোধ করেন। তিনি বলেন, "জীবনে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি আমি। তবে হুটহাট করে যেসব প্রস্তাব আসে, এতে আমার বিব্রত লাগে।"
তার কাছে 'গার্লফ্রেন্ড' ব্যাপারটা ভালো লাগে না। তিনি আরও বলেন, যদি কেউ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রেমের প্রস্তাব দেন, তাহলে তিনি ভেবে দেখতে আগ্রহী।
চলচ্চিত্রে অভিষেক ও ভবিষ্যৎ পরিকল্পনা
এ বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমার মাধ্যমে সাদিয়া আয়মানের বড় পর্দায় অভিষেক হয়। এই ছবিতে জাহিদ হাসান, জয়া আহসান, আফসানা মিমি, অপি করিম এবং চঞ্চল চৌধুরীর মতো গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করে তিনি বেশ প্রশংসিত হয়েছেন। এরপর থেকে নানা ধরনের গল্পের অফার পেলেও তিনি বেছে বেছে কাজ করতে চান। সাদিয়া জানান যে, ভ্রমণ তার মন ভালো রাখে, তাই সুযোগ পেলেই তিনি বিভিন্ন দেশে ঘুরতে চলে যান।