বলিউডের সুপারস্টার সালমান খান তার খাদ্যাভ্যাস নিয়ে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি পুরোনো সাক্ষাৎকারের অংশ ভাইরাল হয়েছে, যেখানে তিনি গোমাংস না খাওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন।
২০১৮ সালে 'আপ কি আদালত' অনুষ্ঠানে সালমান জানিয়েছিলেন, তিনি সবকিছু খেলেও দুটো জিনিস এড়িয়ে চলেন গোমাংস এবং শূকরের মাংস।
এই প্রসঙ্গে তিনি বলেন, "গরু আমাদেরও মা। আমি গরুকে মায়ের মতো দেখি, কারণ আমার নিজের মা হিন্দু, বাবা মুসলিম এবং দ্বিতীয় মা হেলেন খ্রিস্টান। আমি গোটা ভারতকেই নিজের মধ্যে ধারণ করি।" এই মন্তব্যের মাধ্যমে সালমান তার ধর্মনিরপেক্ষ মনোভাবের পরিচয় দেন।
বাবা সেলিম খানেরও একই মত
সালমানের বাবা সেলিম খানও জানিয়েছেন, তাদের পরিবার ইন্দোরে থাকার সময় থেকেই গোমাংস খায় না। তিনি বলেন, "ইন্দোর থেকে আজ পর্যন্ত, আমরা কখনও গোমাংস খাইনি।" তিনি আরও জানান, ইসলাম ধর্মেও গরুকে মায়ের সমান সম্মান দেওয়া হয় এবং গো-দুগ্ধকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করা হয়।
এদিকে বাবার মতোই সালমানের বাড়িতেও প্রতি বছর ঘটা করে গণেশ পূজা অনুষ্ঠিত হয়, যা তার ধর্মনিরপেক্ষ মানসিকতার আরও একটি প্রমাণ।