বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ সম্প্রতি তাঁর স্ত্রীর মন্তব্যের জেরে তৈরি হওয়া এক বিতর্কের কারণে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। বিতর্কের সূত্রপাত হয়েছে গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজার একটি স্পষ্টভাষী মন্তব্যে। সুনীতা সম্প্রতি এক পডকাস্টে গোবিন্দর দীর্ঘদিনের পারিবারিক পুরোহিত এবং জ্যোতিষী পণ্ডিত মুখেশ শুক্লাকে সরাসরি 'চোর' বলে আক্রমণ করেন। সুনীতার অভিযোগ, পণ্ডিত শুক্লা বিভিন্ন পূজা-পার্বণের পরামর্শ দিয়ে বারবার বড় অঙ্কের টাকা দাবি করেন, যা তাঁর কাছে সম্পূর্ণ 'ফেক' বা ভুয়া বলে মনে হয়েছে।

সুনীতা আহুজা এই প্রসঙ্গে আরও বলেন যে, পণ্ডিত মুখেশ শুক্লা সব সময় নতুন পূজা করানোর কথা বলে টাকা নেন এবং বলেন, "এই পুজো করাও, ২ লাখ দাও।" এর উত্তরে সুনীতা তাঁকে নিজের পুজো আগে করতে বলেন, কারণ তাঁর মতে ওইসব কাল্পনিক পুজো গোবিন্দর কোনো উপকার করতে পারবে না। তিনি এমন ব্যক্তিদের কঠোর সমালোচনা করে বলেন, "২ লাখ দাও, হোম করাও, পরিবার ঠিক হবে সব চোর লোক।" এই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে গোবিন্দ দ্রুত একটি ভিডিও বার্তার মাধ্যমে তাঁর স্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়ে পণ্ডিত মুখেশ শুক্লার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ভিডিওতে গোবিন্দ পণ্ডিত শুক্লার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে 'সুপরিচিত ও যোগ্য ব্রাহ্মণ' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "সম্প্রতি আমার স্ত্রী তার বিরুদ্ধে কিছু সমালোচনামূলক মন্তব্য করেছেন, আমি অত্যন্ত লজ্জিত এবং তার মন্তব্যের নিন্দা জানাই।" গোবিন্দ আরও জানান, পণ্ডিত শুক্লা পৃথিবীর অন্যতম সরল মানুষ এবং কঠিন সময়ে তিনি সবসময় তাঁর পাশে ছিলেন। পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানে পণ্ডিত শুক্লার ভূমিকার কথাও উল্লেখ করেন গোবিন্দ।