ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বর্তমানে কাজের ব্যস্ততা থেকে দূরে কানাডায় ছুটি কাটাচ্ছেন। এই সময়ে তিনি সেখানকার দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াচ্ছেন এবং সেইসব মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত তার ভক্তদের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
ডুয়া লিপার কনসার্টে উচ্ছ্বাস প্রকাশ
চলতি মাসের শুরুতে হিমি টরন্টোর স্কোশাব্যাংক অ্যারেনা-তে পপ তারকা ডুয়া লিপার কনসার্টে অংশ নিয়েছিলেন। গতকাল শুক্রবার তিনি সেই কনসার্টের কিছু ছবি ও ভিডিও তার ফেসবুকে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। এই কনসার্টটি তার কাছে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে তিনি জানান।
টেলর সুইফটের জন্য অপেক্ষা
ডুয়া লিপার কনসার্ট দেখার পর হিমির এবার ইচ্ছা আরেক বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফটের কনসার্ট দেখার। তবে তিনি জানান, সুইফটের কনসার্টের টিকিট পাওয়া খুবই কঠিন, কারণ টিকিট বিক্রি শুরু হতেই দ্রুত শেষ হয়ে যায়। এ কারণে তিনি বলেন, “টেলর সুইফটের কনসার্টের টিকিট পাওয়া মানে লটারি পাওয়া, তবে অপেক্ষায় আছি তাঁর জন্য।”