বলিউডে নতুন করে ঝড় তুলতে আসছেন জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। শশাঙ্ক খৈতানের পরিচালনায় নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ অবশেষে ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তির আগেই সিনেমাটিকে ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছিল ব্যাপক উত্তেজনা। মুক্তির পর থেকে জাহ্নবী-বরুণ ব্যস্ত রয়েছেন টানা প্রচার অভিযানে, যেখানে তারা মিডিয়া সাক্ষাৎকার ও ফ্যান ইভেন্টে অংশ নিচ্ছেন।

সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী ও বরুণ শুটিং-এর কিছু মজার ও অজানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। বরুণ ধাওয়ান স্মৃতিচারণ করে বলেন, “আমরা প্যারিসে ‘বাওয়াল’ সিনেমার শুটিং করছিলাম, কিন্তু লাউঞ্জে ঘুমানোর জন্য যথেষ্ট সোফা ছিল না। তাই বাধ্য হয়ে মেঝেতে ঘুমিয়েছিলাম। পরে যারা সোফায় ঘুমাচ্ছিল তারা উঠে গেল, তখন আমি মেঝে থেকে উঠে সোফায় চলে যাই। কিন্তু জাহ্নবী তখনও মেঝেতে ঘুমাচ্ছিল।”

বরুণ আরও ব্যাখ্যা দেন, “আমি যদি জাহ্নবীকে জাগাতাম, তিনি হয়তো বলতেন, ‘আমার ঘুম কেন ভাঙালে।’ তাই তাকে জাগাইনি। সে মেঝেতে ঘুমাচ্ছিল, আর আমি সোফায় গিয়ে বিশ্রাম নিয়েছিলাম।” এই কাণ্ডটি দুই তারকার ফ্যানদের মধ্যে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনা তৈরি করেছে।

তাছাড়া বরুণ একটি আরেকটি গোপন ঘটনা শেয়ার করেছেন। তিনি জানান, বিমানে অসুস্থ থাকায় জাহ্নবী তাকে ঘুমের ওষুধ খাইয়েছিলেন। পরে জাহ্নবী বলেছিলেন, “এটা ঠিক না,” তবে বরুণ যুক্তি দিয়েছেন যে তিনি অসুস্থ ছিলেন, তাই সাহায্য করা প্রয়োজন ছিল।

সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’-এ জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ানের পাশাপাশি অভিনয় করেছেন রোহিত সারাফ, সানিয়া মালহোত্রা, মনিষ পালসহ আরও অনেকে। সিনেমা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে এবং মুক্তির পর থেকেই ফ্যানদের মধ্যে উত্তেজনা ও আলোচনা চলছে।

জাহ্নবী ও বরুণের সম্পর্ক, শুটিং-এর মজার মুহূর্ত এবং তাদের প্রফেশনাল দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে সিনেমাটি শুধুই বিনোদন নয়, বরং অভিনেতাদের ব্যক্তিগত গল্পের দিকেও কৌতূহল তৈরি করেছে।