দুই বাংলার পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই আলাদা এক মুগ্ধতা। তিনি আবির্ভূত হলেই প্রতিভার আলো ছড়িয়ে পড়ে চারপাশে। সময় যেন বারবার তার সৌন্দর্যের কাছে হার মেনে যায়। অভিনয়ের গভীরতা আর বয়সছাপহীন রূপে আজও তিনি কোটি ভক্তের অনুপ্রেরণা। ট্র্যাডিশনালের সংযত আভিজাত্য হোক বা ওয়েস্টার্ন পোশাকের আত্মবিশ্বাসী স্টাইল, প্রতিটি লুকেই নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টে অনন্য জয়া।
এবার সেই চেনা মার্জিত ইমেজ ভেঙে সোশ্যাল মিডিয়ায় আরও আবেদনময়ী রূপে ধরা দিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, হালকা সোনালি রঙের স্লিভলেস গাউনে জয়া। মেকআপ রুমের আয়নার সামনে তোলা ছবিতে তার তীক্ষ্ণ দৃষ্টি ও আত্মবিশ্বাসী ভঙ্গি নজর কাড়ে সহজেই।
পোস্ট করার পরপরই হাজারো লাইক ও মন্তব্যে ভরে ওঠে তার কমেন্ট বক্স। বিশেষ করে তার চিরযৌবনা সৌন্দর্য দেখে নেটিজেনদের বিস্ময় স্পষ্ট। অনেকেই তাকে আখ্যা দিয়েছেন ‘টাইমলেস বিউটি’ হিসেবে। এক ভক্ত লিখেছেন, “জয়ার রূপ আজও আগের মতোই অটুট।”
এদিকে বড় পর্দায় জয়াকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। তার অভিনীত বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ওপার বাংলার নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এই ছবিতে জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা, মানসিক টানাপোড়েন আর সামাজিক বাস্তবতার জটিল গল্প নিয়ে নির্মিত এই সিনেমা ইতোমধ্যেই দুই বাংলার দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
অভিনয় জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে নিজেকে বারবার প্রমাণ করেছেন জয়া আহসান। ‘গেরিলা’, ‘বিসর্জন’ ও ‘রবিবার’-এর মতো ছবিতে তার শক্তিশালী অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ রেখে গেছে। নতুন এই সিনেমাটিও তার ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে মনে করছেন ভক্তরা।