অস্ট্রেলিয়ায় মায়ের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন নায়িকা ববি
আজ ১৮ আগস্ট, চিত্রনায়িকা ইয়ামিন হক ববি-এর জন্মদিন। অন্যান্য বছরের মতো এবারও তিনি দিনটি সাদামাটাভাবেই পালন করছেন। তবে এবারের জন্মদিনটি তার জন্য একটু অন্যরকম, কারণ তিনি বর্তমানে বোন ও মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন।
ববি জানান, বাবা মারা যাওয়ার পর থেকে তিনি আর আগের মতো ঘটা করে জন্মদিন পালন করেন না। বাবার শূন্যতা তাকে খুব কষ্ট দেয়, বিশেষ করে জন্মদিনের মতো বিশেষ দিনে তিনি বাবাকে খুব মিস করেন।
ববি বলেন, “বাবা ছিলেন আমার পৃথিবী। তাকে হারানোর পর বিশেষ দিনগুলোতে বাবা আমাকে কীভাবে খুশি রাখার চেষ্টা করতেন, সেসব কথা ভেবেই দিন কেটে যায়। আর দু’চোখের কোণে জল চলে আসে।”
এই মুহূর্তে ববির হাতে বেশ কিছু সিনেমার কাজ আছে। একই সঙ্গে তিনি কিছু ওয়েব সিরিজে কাজের অফারও পাচ্ছেন। অস্ট্রেলিয়া থেকে ফিরে তিনি আবারও শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন।