২০২২ সালের ব্লকবাস্টার ‘কানতারা’র প্রিকুয়েল ‘কানতারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত এই ছবিটি মুক্তির পরই একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে এবং এর মোট আয় একাধিক ব্লকবাস্টার সিনেমাকে ছাড়িয়ে গেছে।
বলিউড বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘কানতারা: চ্যাপ্টার ১’ এর প্রথম সপ্তাহ ছিল অসাধারণ, যেখানে এটি ৩৩৭ দশমিক ৪ কোটি রুপি সংগ্রহ করে। ছবিটি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পর নবম দিনে ২২ দশমিক ২৫ কোটি এবং দশম দিনে ৭৫ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯ কোটি রুপি আয় করে। গতকাল রোববার ছবিটি আরও ৩৯ কোটি টাকা আয় করার ফলে এর মোট ঘরোয়া আয় দাঁড়িয়েছে ৪৩৭ দশমিক ৬৫ কোটি রুপি।
এই বিশাল আয়ের মাধ্যমে ঋষভ শেঠির ছবিটি একাধিক বড় সিনেমার লাইফটাইম ইন্ডিয়া কালেকশনকে পেছনে ফেলেছে। এটি প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারনের ‘সালার: পার্ট ১-সিজফায়ার’ (৪০৬ দশমিক ৪৫ কোটি রুপি) এবং এস এস রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (৪২০ কোটি রুপি)-এর আয়কে ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, চলতি বছরের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’ (৪০৯ কোটি রুপি) এবং রজনীকান্তর ‘জেলার’ (৪০৭ কোটি রুপি)-এর আয়কেও এটি অতিক্রম করেছে।
ঋষভ শেঠির নতুন অধ্যায়
‘কানতারা: চ্যাপ্টার ১’ আসলে জনপ্রিয় ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। আগের ছবিটির অনন্য সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। ছবিটি ইতিহাস, মিথ এবং লোকজ বিশ্বাসের শক্তিশালী মেলবন্ধনে গড়ে ওঠা এক পিরিয়ড অ্যাকশন ড্রামা, যেখানে ঋষভ শেঠি আবারও তার অসামান্য পরিচালনা ও অভিনয়-দক্ষতার পরিচয় দিয়েছেন।