পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আসছে নতুন চমক। আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে অনীক দত্ত পরিচালিত আলোচিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর এই সিনেমার মাধ্যমেই টালিউডে অভিষেক ঘটছে বাংলাদেশের প্রতিভাবান অভিনেত্রী কাজী নওশাবার। সিনেমায় তিনি অভিনয় করেছেন নিজের শিকড়ের খোঁজে কলকাতায় যাওয়া এক বাংলাদেশি মেয়ের চরিত্রে। তার বিপরীতে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি
প্রথম টালিউড ছবির মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নওশাবা। যদিও প্রচারণায় অংশ নিতে পারছেন না, তবুও তার মন পড়ে আছে কলকাতায়। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে নেই, তবুও মনে হয় কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।”
সাক্ষাৎকারে নওশাবা অভিনীত সিনেমা, বাংলাদেশ প্রসঙ্গ এবং দুর্গাপূজা নিয়েও খোলামেলা কথা বলেন। এর আগেও তিনি দুর্গাপূজা উপলক্ষে একাধিক থিম্যাটিক ফটোশুটে অংশ নিয়েছেন।
বাংলাদেশে দুর্গার সাজে শুট করা নিয়ে প্রশ্নে নওশাবা বলেন, “অবশ্যই পারি। জুলাই আন্দোলনের পরও দুর্গাকে নিয়ে শুট করেছি। আমাদের কিছু বিচ্ছিন্ন ঘটনা বড় করে দেখা হয়। অথচ আমি কোনো বাউন্সার ছাড়াই দুর্গা সেজে শুট করি, আর বোরকা পরা মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরে। এটা আমাদের সমাজের স্বাভাবিক চিত্র।”
তিনি আরও যোগ করেন, “ছোটবেলায় সর্দি-কাশি হলে তুলসী পাতা খেতাম। দাদুর বাড়িতে তুলসী গাছ ছিল। এখন দেখি এসব নিয়ে কত কথা হয়। পুরান ঢাকায় তো দুর্গাপূজা এলে ২৩ তারিখ থেকে সব বন্ধ হয়ে যেত।”
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মুক্তি পাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই প্রকাশিত টিজার ও ট্রেলার ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।