ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এখন রয়েছেন কানাডায় ছুটিতে। অভিনয়ের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে সময় কাটাচ্ছেন অবকাশযাপনে। আর এই সফরে তিনি উপভোগ করলেন এক বিশেষ আন্তর্জাতিক আয়োজন কেটি পেরির লাইফটাইম ট্যুর কনসার্ট।
গতকাল (৬ আগস্ট, বুধবার) নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ঝলমলে ছবি শেয়ার করেছেন হিমি। ছবিতে দেখা যায়, ভাইয়ের সঙ্গে একসঙ্গে দারুণ ফুরফুরে মেজাজে তিনি কনসার্ট উপভোগ করছেন। রঙিন পোশাক, উচ্ছ্বাস ভরা মুখ, আর কনসার্টের আলোকঝলকায় এক অন্যরকম মুহূর্ত কাটিয়েছেন তিনি।
ছবির ক্যাপশনে হিমি লেখেন
“ভাইবোন মিলে প্রথম কনসার্টে একসাথে অংশ নিয়েছিলাম। কেটি পেরির লাইফটাইম ট্যুরে।”
হিমি বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে তার জীবনের বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নেন। এবার তার সেই স্মৃতির ঝুলিতে যুক্ত হলো আন্তর্জাতিক তারকা কেটি পেরির গানের আসর। ভক্তরাও কমেন্টে জানিয়েছেন শুভকামনা ও উচ্ছ্বাস।
কানাডা সফরের শুরু থেকেই হিমি শেয়ার করে চলেছেন একের পর এক দারুণ অভিজ্ঞতার ছবি ও গল্প। বোঝাই যাচ্ছে, এই সফর তার জন্য শুধুই বিশ্রামের সময় নয়, বরং জীবনের রঙিন মুহূর্তগুলোকে আপন করে নেওয়ার এক অসাধারণ সুযোগ।