ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পার্ল বাই পায়েল’-এর একটি বিশেষ ফটোশুটে মডেল হয়েছেন। অভিনয়, বিজ্ঞাপন ও ব্যবসার পাশাপাশি তিনি এবার তার ফ্যাশন সেন্সের অন্য এক দিক তুলে ধরেছেন।

কেয়া পায়েলের এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ফ্যাশন ও বিয়ের থিমের ফটোশুট আয়োজন করে। সম্প্রতি সেই প্রতিষ্ঠানের বিয়ের থিমের ফটোশুটে নিজেই মডেল হন কেয়া। তার বিয়ের সাজ, সূক্ষ্ম মেকআপ, ঝকঝকে গহনা এবং সামগ্রিক স্টাইল মিলে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হয়েছে।

ফটোশুটের ছবিগুলোতে কেয়া যেন এক নববধূর স্বপ্নময় ভাব ফুটিয়ে তুলেছেন। ছোট পর্দার পরিচিত মুখ হিসেবে তার স্বাভাবিক সৌন্দর্য এবং আত্মবিশ্বাসী ভঙ্গিমা ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এই ছবিগুলো এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। 'পার্ল বাই পায়েল'-এর মাধ্যমে কেয়া নতুন প্রজন্মের নারীদের জন্য ফ্যাশন ও বিয়ের সাজের নান্দনিক ধারণা উপস্থাপন করছেন।

বর্তমানে কাজের ক্ষেত্রেও বেশ ব্যস্ততা রয়েছে কেয়া পায়েলের। সর্বশেষ তাকে মুশফিক আর ফারহানের বিপরীতে মহিদুল মহিম পরিচালিত ‘চোর’ শিরোনামের একটি নতুন নাটকে অভিনয় করতে দেখা গেছে। কাজের ফাঁকে সুযোগ পেলেই এই অভিনেত্রী দেশ-বিদেশে ঘুরে বেড়ান এবং সেই ছবিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন।