বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের এই ঢল মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করে, যা এক বিশাল জনাকীর্ণ সমুদ্রে রূপ নেয়।
এই জানাজায় অংশ নেওয়া মানুষের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন যে, ক্ষমতার বাইরে থেকেও মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গা করে নেওয়া যায়, এই জনসমুদ্রই তার বড় প্রমাণ। অভিনেতা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন।
এর আগে সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ গুলশানে নেওয়া হয় এবং সেখান থেকে দুপুরে মানিক মিয়া এভিনিউয়ে আনা হয়। জানাজা শেষে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করা হয়। এর মাধ্যমেই সমাপ্তি ঘটলো বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায়ের।